অভিনেত্রীর রূপে দেশের হয়ে মাঠেই নামলেন না তারকা ক্রিকেটার!
কলকাতা টাইমস :
সিনেমায় অভিনয় করার জন্য ভারতের হয়ে খেলতেই নামেননি এক তারকা ক্রিকেটার। সে সময় তার এ হেন কৃতকর্মের জন্য নিন্দিতও হয়েছিলেন প্রচুর। বলছিলাম সন্দীপ পাটিলের কথা। তিনি ১৯৮৩ বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য।
২০১১ সালে ভারত ঘরের মাঠে বিশ্বকাপ জিতেছিল। তার আগে কপিলের নেতৃত্বে ১৯৮৩ সালে প্রুডেন্সিয়াল কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ফাইনালে ক্লাইভ লয়েডের ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল ভারত।
অভিনেত্রীর টানে ম্যাচেই নামেননি তারকা ক্রিকেটার! এক সিনেমায় সিনেমায় লিড চরিত্রে অভিনয় করেছিলেন সন্দীপ পাটিল। নায়িকা হিসেবে ছিলেন পুণম ধিঁলো। দেবশ্রী রায়ও সেই সিনেমায় অভিনয় করেন। ওই একটা ছবিই করেছিলেন সন্দীপ। পুণম ধিঁলো তখন ডাকসাইটে অভিনেত্রী ছিলেন।
কিন্তু সেই সিনেমায় অভিনয় করে প্রবল বিতর্কে জড়িয়েছিলেন পাটিল। ছবিতে অভিনয় করার জন্য ভারতের হয়ে একটা ম্যাচেই নামেননি। তা নিয়ে সেই সময়ে প্রচুর কালি খরচ হয়েছিল সংবাদমাধ্যমে। সেই ছবির পরে পুণম ও সন্দীপ পাটিলের মধ্যে রোম্যান্স প্রকাশ্যে এসেছিল।