শাহরুখের প্রেমে হাবুডুবু এই তারকা কন্যা
কলকাতা টাইমস :
‘কসৌটি জিন্দেগি কি’ পার্ট টু শুরু করেছেন। এই সিরিয়ালের জন্য ইতিমধ্যেই জোরদার প্রচার শুরু করে দিয়েছেন একতা কাপুর। ‘কসৌটি’ পার্ট টু-এর প্রচারের জন্য একতা কাপুরের সঙ্গে সম্প্রতি হাজির হন শাহরুখ খান। আর সেখানে হাজির হয়ে একতার জীবনে ভালবাসার মানুষ কে বলে প্রশ্ন তোলা হয়। কিং খানের প্রশ্নের উত্তরে একতা হেসে ফেলেন। আর তারপরই শাহরুখের দিকে তাকিয়ে বলেন, ‘স্যার আই লাভ ইউ’।
খবরে বলা হয়, কসৌটি জিন্দেগি কি’-র জন্য পর্দার অনুরাগ বসু-কে খুঁজে পাওয়া গেলেও, আরও একজন কেন্দ্রীয় পুরুষ চরিত্রের বাছাই হয়নি। আর সেই কারণেই কিছুদিনের মধ্যে একতা কাপুরকে নিয়ে শাহরুখ খান কলকাতায় যাবেন।
বর্তমানে ‘জিরো’-র শুটিংয়ে ব্যস্ত শাহরুখ খান। এই সিনেমায় শাহরুখের সঙ্গে রয়েছেন ক্যাটরিনা কাইফ এবং আনুশকা শর্মা। শাহরুখের সিনেমার শুটিং শেষ করে ইতিমধ্যেই ক্যাটরিনা আবার ‘ভারত’-এর জন্য প্রস্তুত হচ্ছেন। আর কয়েকদিনের মধ্যেই ‘ভারত’-এর শুটিংয়ের জন্য ক্যাটরিনা মাল্টায় উড়ে যাবেন।