ঘরে থাকুন, রাস্তায় ভুত !

কলকাতা টাইমসঃ
করোনা ঠেকাতে দেশজুড়ে চলছে লকডাউন। মানুষকে হাজারবার বুঝিয়েও পুরোপুরি তাদের ঘরে রাখা যাচ্ছে না। শেষপর্যন্ত মানুষকে ঘরে রাখতে ভুতের শরণাপন্ন হলো প্রশাসন! ঠিকই শুনছেন। এমনটাই ঘটেছে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে। সেখানকার কেপুহ গ্রাম আপাতত ভূতের উত্পাতে তটস্থ। প্রসঙ্গত, ইন্দোনেশিয়ায় এখনও পর্যন্ত ৪,৫৫৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৩৯৯ জনের।
আসলে, সাধারণ মানুষ যাতে লকডাউন ভেঙে রাস্তায় না বের না হন, তার জন্যই এই ভূতের দল নিয়ে মাঠে নেমেছে প্রশাসন। গ্রামের নাইট গার্ড সদস্যদের সাদা কাপড়ে মুড়ে ভূত সাজিয়ে রাস্তায় নামানো হয়। আর এই পন্থায়, করোনার ভয়ে না হলেও অন্তত ভূতের ভয়ে রাস্তায় বের হতে দুবার ভাবছেন কেপুহ গ্রামের বাসিন্দারা।