ঋষভ পন্থকে আউটের পর আচরণ বিধি লঙ্ঘন করে জরিমানা স্টুয়ার্ট ব্রডের
কলকাতা টাইমসঃ
ন্যাটিংহ্যাম টেস্টে ভারতের কাছে ২০৩ রানে হারতে হয়েছে ইংল্যান্ডকে৷ ম্যাচ শেষে আইসিসির তরফে ম্যাচ রেফারি জেফ ক্রো আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানা করলেন তারকা পেসার স্টুয়ার্ট ব্রডকে৷
কোড অফ কন্ডাক্টের এই ধারা অনুযায়ী প্রতিপক্ষ খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, ম্যাচ অফিসিয়াল অথবা অন্য কারও বিরুদ্ধে কটু কথা অথবা আগ্রাসী শরীরি অভিব্যক্তি প্রকাশ শাস্তিযোগ্য অপরাধ৷ ২০১৬ সালে গৃহীত নতুন অচরণবিধি অনুযায়ী লেভেল ওয়ান অপরাধের জন্য শুধু মাত্র জরিমানাই নয়, সংশ্লিষ্ট ক্রিকেটারের ডিসিপ্লিনারি রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়৷ চারটি ডিমেরিট পয়েন্ট যোগ হলে সংশ্লিষ্ট ক্রিকেটারকে সাময়িক নির্বাসিত করা হয়৷
স্টুয়ার্ট ব্রডের ক্ষেত্রে আচরণবিধি ভঙ্গের ঘটনা ঘটে রবিবার ভারতের প্রথম ইনিংসের ৯২তম ওভারে৷ ঋষভ পন্তকে আউট করার পর ব্রড আগ্রাসীভাবে কটু কথাবার্তা বলেন৷ ম্যাচ শেষে ব্রড নিজের অপরাধ স্বীকার করে নেওয়ায় কোনও ফর্ম্যাল হেয়ারিংয়ের প্রয়োজন পড়েনি৷ লেভেল ওয়ান পর্যায়ে দোষী সাব্যস্ত করে ব্রডের ম্যাচ ফি’র ১৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে৷ আইসিসি’র আচরণবিধির ২.১.৭ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয় ব্রডের বিরুদ্ধে৷