লাঠিই এখানকার বিবাহিত মহিলাদের একমাত্র রক্ষাকবচ!
জীবন ধারণের জন্য খাদ্যের প্রয়োজন হয়। কিন্তু ওরোমো জাতিগোষ্ঠীর মহিলাদের জীবন বাঁচানোর জন্য প্রয়োজন হয় লাঠির। সেই সম্প্রদায়ের কেবল দয়েক জনের ক্ষেত্রে বিষয়টি প্রযোজ্য নয়।
সেখানে বিয়ের সময় প্রত্যেক মেয়েকে তাদের বাবা-মা একটি করে লাঠি তুলে দেন। সেই লাঠির নামও রয়েছে; সিনকিউ। এই লাঠিই তাদের পরিবারকে রক্ষার জন্য ব্যবহার করা হয়।
নিজের রক্ষাকবচ এই লাঠি হাতে নিয়ে চক্রাকারে ঘুরে ঘুরে গানও করেন তারা। অনেকটাই চাকমা মহিলাদের ঢঙে গাওয়া হয় সেই গান। সে সময় মাঝখানে একজন মহিলা বসে থাকেন।
জানা গেছে, তাদের আইন অনুসারে বিবাহিত নারীকে অপমান, বা কোন ধরণের নির্যাতন করা অপরাধ। তার পরেও কোনো পুরুষ নারী নির্যাতনের চেষ্টা করলে সেই নারীর সংকেত পেয়ে অন্য নারীরা সেই লাঠি হাতে নির্যাতন বন্ধে এগিয়ে আসেন।
ওই সম্প্রদায়ের পুরুষরা বিভিন্ন অস্ত্র নিয়ে অনেক আগে থেকেই পশু শিকার করেন। শত্রুর বিরুদ্ধে লড়াইও করেন। আর মেয়েরা তাদের অধিকার নিশ্চিত করার জন্য যাতে লড়াই করতে পারে, সেজন্য তুলে দেওয়া হয় সিনকিউ।