আজ শোনাই এক ‘সুতো বাবা’ -র গল্প
কলকাতা টাইমস :
আজ বলি এক ‘সুতা বাবা’র গল্প। সেই ব্যক্তির নাম আসলে ‘সুতা বাবা’ নয় কিংবা তিনি পীর-ফকিরও নন। তার হাতে সবসময় একটা পুটলি থাকে। মানসিক প্রতিবন্ধী এই যুবকের কর্মকাণ্ডই তাকে এমন নাম উপহার দিয়েছে।
পাঁচাবিবি রেলওয়ে স্টেশনে কোনো ট্রেন এসে দাঁড়ালেই ‘সুতা বাবা’র ব্যস্ততা শুরু হয়ে যায়। হাতের পুটলি থেকে সুতার গুটলি বের করে সে ট্রেনের সঙ্গে বাঁধতে শুরু করে। দেখে মনে হয়, যেন সুতা দিয়ে ট্রেন বেঁধে রাখবে- এমন একটা ব্যাপার। কিন্তু আসলে তা নয়; ট্রেন ছেড়ে দিলে গুটলি থেকে সুতা ছাড়তে থাকেন সেই যুবক। এভাবেই চলে খেলা। এতেই তার আনন্দ। কেউ তাকে কখনও দয়া করে ভিক্ষাটিক্ষা দিলে সেই টাকায় সুতা কিনে আনে। তারপর ট্রেনের সঙ্গে মেতে উঠে খেলায়।
‘ছেলেটির হাতে প্রায় ৫-৬ কাটিম সুতো থাকে ।তাকে যাই জিগেশ করুন, বলবে একটাই শব্দ ‘ট্রেন’।