আজব ব্যাটারি, এক চার্জেই হাজার কিলোমিটার
কলকাতা টাইমসঃ
গাড়ি চলবে ইলেকট্রিকে। এ আর নতুন কি। তবে একবারের চার্জেই যদি গাড়ি ছুটতে পারে এক হাজার কিলোমিটার। এই বিশেষ ধরণের ব্যাটারি নিয়ে আসছে ইনোলিথ এজি কোম্পানি। জানা গেছে, ব্যাটারিতে একবার চার্জেই হাজারের বেশি কিলোমিটারের বেশি পথ পাড়ি দেওয়া যাবে।
এর ফলে গাড়ি নিয়ে লং ড্রাইভে যাওয়ার খরচ এখন অনেকটাই কমে যাবে। বর্তমানে জার্মানিতে ইনোলিথের ল্যাবরেটরিতে এই ব্যাটারি উৎপাদনের কাজ চলছে। খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে এই ব্যাটারি প্রাথমিকভাবে ওই ব্যাটারি জার্মানির বাজারে ছাড়া হবে।