আজব অরণ্য: এই জঙ্গলের গাছগুলো সব পাথর!
কলকাতা টাইমসঃ
এ এক আজব অরণ্য। এই জঙ্গলের গাছগুলো সব পাথর! এখানে গাছের মতোই মাটি ভেদ করে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে সারি সারি পাথর। চুনাপাথরের এই জঙ্গলে রয়েছে নয়নাভিরাম একটি জলপ্রপাত, দুটো বিশাল হ্রদ এবং প্রাকৃতিক গুহা। সব মিলিয়ে পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় এই অন্যরকম অরণ্য।
চীনের ইউনান প্রদেশের ৫০০ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই প্রস্তর অরণ্য। ২০০৭ সালে এই এলাকা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সীকৃতি পায়। প্রতি বছর দেশ-বিদেশ থেকে প্রচুর পর্যটক ভিড় জমান এখানে। জানা যাচ্ছে, আদতে জলাশয়ের নীচে নিমজ্জিত ছিল এই পাথরগুলো। জলের স্তর নামার পর পাথরগুলো মাথাচাড়া দিয়ে ওঠে।