কলকাতার আকাশে মেঘের কোলে আড়াল হলো ‘স্ট্রবেরি মুন’
কলকাতা টাইমসঃ
কলকাতার আকাশে মেঘের কোলে আড়াল হলো ‘স্ট্রবেরি মুন’। বহু আকাঙ্খিত এই চাঁদের রূপ থেকে সম্ভবত বঞ্চিতই থাকতে হবে পশ্চিমবঙ্গবাসীকে। বাধার নাম গত দুদিন যাবৎ আবর্ত হওয়া নিম্নচাপ।
প্রসঙ্গত, মার্কিন মুলুকে এই জুন মাসে স্ট্রবেরি তোলার সময়। তাই সময়ের পূর্ণ চন্দ্রকে বলা হয় ‘স্ট্রবেরি মুন’। আজ শুক্রবার ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, আফ্রিকা, এবং ইউরোপের নানা দেশ থেকে দেখা যাবে এই চাঁদ। ভারতে এই গ্রহণ চলবে রাত ১১.১৫ মিনিট থেকে রাত ২.৩৪ মিনিট পর্যন্ত। ভারত ছাড়াও ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা ও রাশিয়া থেকে এই গ্রহণ দেখা যাবে।