পাকিস্তানের ‘আম’ কূটনীতিতে জোর ধাক্কা
কলকাতা টাইমসঃ
পাকিস্তানের উপহার দেওয়া ‘আম’ ফেরত পাঠাতে শুরু করলো একের পর এক দেশ। পাকিস্তানের বন্ধু রাষ্ট্র চীনও রয়েছে সেই তালিকায়। ইতিমধ্যেই সাত সাত’টি দেশ সেই আম ফেরত পাঠিয়েছে। সেই তালিকায় রয়েছে চীন আমেরিকা, ফ্রান্স, কানাডা, নেপাল, মিশর এবং শ্রীলঙ্কা।
জানা যাচ্ছে, প্রতিবছরই গ্রীষ্মকালে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের ‘আম’ উপহার দেন পাকিস্তানের রাষ্ট্রপ্রতি। সেই মতো এবছরও প্রথম ধাপে কিছু দেশকে দেশের সেরা আম বোঝাই বক্স উপহার হিসেবে পাঠান বর্তমান পাক রাষ্ট্রপতি ড. আরিভ আলভি। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতির কারণে সেই আম রিফিউজ করেন রাষ্ট্রপ্রধানরা। এই ধাক্কায় বিন্দুমাত্র দমে না গিয়ে খুব শীঘ্রই ভারত, রাশিয়া, আফগানিস্তান, তুরস্ক এবং বাংলাদেশ সহ মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশগুলোতেও ‘আম’ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান।