November 22, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

অদম্য জেদ বোধ হয় একেই বলে 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

৯৯৭ সালে এমবিবিএস পড়ার সুযোগ পান এক যুবক। ডাক্তারি পড়ার শেষ বছরে এসে ভেঙে যায় স্বপ্ন। ২০০২ সালে একটি খুনের মামলায় গ্রেফতার করা হয় তাকে। দোষীসাব্যস্ত হওয়ায় যাবজ্জীবন সাজা হয় তার। দীর্ঘ ১৪ বছর জেলে কাটানোর পর তার সাজা মুকুব করে ২০১৬ সালে তাকে মুক্তি দেওয়া হয়। কিন্তু এই ব্যক্তির জীবন যেন থমকে আছে ২০০২ সালেই। জেল থেকে বেরিয়ে আবারো শুরু করেন ডাক্তারি পড়া। শেষ পর্যন্ত এই বছরই ডাক্তার হিসেবে কর্মজীবন শুরু করতে চলেছেন তিনি।

কর্নাটকের আফজলপুরা শহরের বাসিন্দা সুভাষ পাটিলের গল্প। জেলে থাকাকালীনই সেখানকার হাসপাতালের বহিরাগত বিভাগে কাজ শুরু করেছিলেন অদম্য এই যুবক। সেই সময় তার আচরণ নজরে পরে জেল কর্তৃপক্ষের। ভালো আচরণের জন্য ২০১৬ সালের ১৫ আগস্ট ছাড়াপান সুভাষ। এরপর ২০১৯ এ এমবিবিএস শেষ করে, এক বছরেরইন্টার্নশিপের পর এবার আত্মপ্রকাশ পেতে চলেছে ডক্টর সুভাষ প্যাটেলের।

Related Posts

Leave a Reply