আটকে ৫০ লাখ বিয়ে, শুধুমাত্র এই পাঁচ কারণে
কলকাতা টাইমস :
কট্টর ইসলামী অনুশাসন অনুসরণের কারণে সৌদি আরবে প্রায় অর্ধকোটি নারী পুরুষ বিয়ে করতে পারছেন না এক প্রতিবেদন প্রকাশ করেছে সৌদিভিত্তিক দৈনিক আল-ওয়াতান।
এক পরিসংখ্যানে দেখা গেছে, বিয়ের বয়স পেরিয়ে গেলেও দেশটিতে অবিবাহিত রয়ে গেছেন ৫২ লাখ ২৬ হাজারের বেশি নারী-পুরুষ। যার মধ্যে প্রায় ৩০ লাখ পুরুষ, নারী ২২ লাখ।
সৌদি আরবের সাধারণ পরিসংখ্যান কর্তৃপক্ষের সর্বশেষ জনসমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। বর্তমানে সৌদি আরবের মোট জনসংখ্যা তিন কোটি আট লাখের বেশি।
সমীক্ষায় বলা হয়েছে, পুরুষের ক্ষেত্রে ৩৯ বছর নয় মাস ও নারীদের ক্ষেত্রে ৩৬ বছর ৪ মাস পেরিয়ে গেলেই সাধারণত আর বিয়ের জন্য আর অবিবাহিত পাত্র/পাত্রী খুঁজে পাওয়া যায় না।
এক্ষেত্রে দেখা যায়, অবিবাহিত পুরুষদের বিধবা অথবা তালাক প্রাপ্তা নারী বেছে নিতে হয় । অপরদিকে বিয়ের বয়স পেরিয়ে যাওয়া নারীদের দ্বিতীয় বা তৃতীয় স্ত্রী হিসেবে বিয়ে হয়ে থাকে।
সমীক্ষায় আরো বলা হয়েছে, পারিবারিক ও গোষ্ঠীর বাইরে বিবাহ না দেওয়ার পূর্ববর্তী রেওয়াজ, সামাজিকভাবে ছেলেদের প্রতিষ্ঠিত না হওয়া, বেকারত্ব , উচ্চশিক্ষার জন্য বিদেশ গমন, মাদকাসক্তির কারণে রক্তের পরীক্ষা দিতে অনীহা ইত্যাদি কারণে দেশটিতে অবিবাহিত নারী-পুরুষের সংখ্যা বাড়ছে। উল্লেখ্য, সৌদি আরবে বিবাহের জন্য রক্ত পরীক্ষা বাধ্যতামূলক । সর্বোপরি ধর্মীয় রীতি অনুযায়ী দেনমোহর পরিশোধের বাধ্যবাধকতার কারনে সৌদি ছেলেরা সময়মত বিয়ে করতে পারছে না। অপর দিকে মেয়ে পক্ষের সামাজিক ও ধর্মীয় রীতিনীতিতে ছাড় না দেওয়ার মানসিকতা মেয়েদের বিয়ে না হওয়ার কারণ বলে অনেকে মনে করেন ।