November 22, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular শারীরিক

সেকি ! মেয়েদের থেকে ছেলেদেরই বেশি কামড়ায় কুকুর, বলছে গবেষণা 

[kodex_post_like_buttons]

কলকাতা :টাইমস 

ম্প্রতি লিভারপুল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, সাধারণত পুরুষদের কামড়ানোর প্রবণতা থাকে কুকুরদের মধ্যে। এছাড়া যারা অ্যাংজাইটিতে ভোগেন তাদের কপালেও কুকুরের কামড় জোটার সম্ভাবনা থাকে।  এই গবেষণা থেকেই জানা গেছে, যাদের স্নায়ুরোগ রয়েছে ও আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেন না, তাদের তুলনামূলক ভাবে বেশি কামড়ায় কুকুর।  ইংল্যান্ডের মফস্‌সল এলাকার ৬৯৪ জনকে নিয়ে এই গবেষণা চালান বিশেষজ্ঞরা।

গবেষকরা জানতে চান যে, ঠিক কতজনকে কুকুর কামড়েছে, কুকুরের কামড়ের জন্য তাদের চিকিৎসার প্রয়োজন রয়েছে কী না, এবং কুকুর কামড়ানোর সময়ে তারা বুঝতে পেরেছিলেন কী না। তারা বাড়িতে কুকুর পোষেন কি না, তা-ও জিজ্ঞাসা করেন গবেষকরা। এই ৬৯৪ জনের মানসিক স্থিতিও পরীক্ষা করে দেখেন গবেষকরা। এরা নিজেদের আবেগের প্রতি কতটা রাশ টানতে পারেন তাও পরীক্ষা করে দেখা হয়। প্রতি চার জনের মধ্যে একজন জানান তাঁদের কুকুর কামড়েছে। এবং এদের মধ্যে অধিকাংশই পুরুষ।

সমীক্ষা থেকে এও উঠে এসেছে যে, যারা কুকুর পোষেন, তাদেরই কুকুরের কামড় খাওয়ার সম্ভাবনা তুলনামূলক ভাবে বেশি থাকে। এদের মধ্যে অনেকে আবার বুঝতেই পারেননি যে তারা কুকুরের কামড় খেয়েছেন।  তবে ক্যারি ওয়েস্টগার্থ জানিয়েছেন যে, এই গবেষণা খুবই সংক্ষিপ্ত। তাঁরা বিশদে এই গবেষণা চালিয়ে নিয়ে যেতে চান বলে জানান ক্যারি।

Related Posts

Leave a Reply