January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

মেসিকে চুম্বকের মতন আকর্ষণ করছে সুয়ারেজ !

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমসঃ

প্রাণের বন্ধু সুয়ারেজের টানেই বার্সেলোনা ছাড়তে চলেছেন মেসি। এমনই গুঞ্জন এবার দানা বেঁধেছে ফুটবল মহলে। সম্প্রতি সুয়ারেজ বার্সা ছেড়ে যোগ দিয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদে। এরপরই অ্যাটলেটিকোতে এলএমটেনকে সাদরে আমন্ত্রণ জানালেন দলের প্রেসিডেন্ট এনরিক কেরেজো।

অ্যাটলেটিকোর প্রেসিডেন্ট এনরিক কেরেজো জানান, “মেসির ইচ্ছের মর্যাদা দিতে আমরা বার্সেলোনার সঙ্গে কথা বলতে রাজি। সুয়ারেজের জুটি হিসেবে মেসিকে দেখতে আমরা প্রস্তুত।” সূত্রের খবর, বার্সায় পরিস্থিতির বদল না হলে এই মরসুমেই হয়তো বার্সেলোনা ছাড়তে চলেছেন মেসি। আর সেক্ষেত্রে অ্যাটলেটিকো মাদ্রিদে সুয়ারেজের দোসর হয়েই খুলতে দেখা যাবে লিওনেল মেসিকে।

Related Posts

Leave a Reply