পারভেজ মোশাররফকে ভারতের নাগরিকত্ব গ্রহণের প্রস্তাব সুব্রহ্ম্যনিয়াম স্বামীর
কলকাতা টাইমসঃ
নাগরিকত্ব আইন নিয়ে দেশজোড়া বিক্ষোভের মাঝেই এবার পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ভারতের নাগরিকত্ব নেওয়ার আহবান জানালেন এক বিজেপি সংসদ। মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত পারভেজ মোশাররফকে এই আমন্ত্রণ জানান বিজেপির রাজ্যসভার সাংসদ সুব্রহ্ম্যনিয়াম স্বামী।
এই বিতর্কিত সাংসদ বৃহস্পতিবার এক টুইটার পোস্টে পারভেজ মোশাররফকে দ্রুত ভারতের নাগরিকত্ব দেয়ার প্রস্তাব দেন। সুব্রহ্ম্যনিয়াম স্বামী লিখেছেন, আমরা মোশাররফকে দ্রুত নাগরিকত্ব দিতে পারি কারণ তিনি দিল্লির দরিয়াগঞ্জে জন্মগ্রহণ করেছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন।