দীপিকা পাড়ুকোনের এমন শখ! আপনার বিশ্বাসই হবে না
[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
দর্শকের কাছে তিনি আদৃত তাঁর ছিপছিপে শারীরিক সৌন্দর্যের জন্য! অভিনয় প্রতিভার কথা আর নতুন করে না বললেও চলে! পাশাপাশি যাঁরা তাঁকে ঘনিষ্ঠ ভাবে চেনেন, তাঁরা মুগ্ধ হন নায়িকার রসবোধেও! যার নজির মাঝেসাঝে দেখা যায় দীপিকা পাড়ুকোনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টেও। তা বলে এমন আজব শখ!
হয়েছে কী, দীপিকা পাড়ুকোন সম্প্রতি সোশ্যাল মিডিয়ার সৌজন্যে হাট করে খুলে দিয়েছেন মনের দরজাটি। ইনস্টাগ্রামের একটি ভিডিও এবং একটি ছবির পোস্টে তিনি জাহির করেছেন তাঁর শখের কথা! আর, সেটা জানাজানি হতেই যেমন শোরগোল পড়েছে বলিউডে, তেমনই থ’ হয়ে গিয়েছেন সবাই!
দীপিকার সেই সব পোস্ট বলছে, খাওয়াই না কি নায়িকার একমাত্র শখ! যে কোনও সময়েই না কি খাওয়ার জন্য মুখিয়ে থাকেন তিনি! এমনকী, একটা কিছু খেতে খেতেও তিনি সমানে ভেবে চলেন, আবার কখন খাবেন! তা সেটা হতে পারে ওই খাবারটাই, নয় তো অন্য সুস্বাদু কিছু!
এখানেই শেষ নয়! তিনি যে মিথ্যে বলছেন না, এটা প্রমাণ করার জন্য খাওয়ার একটা ভিডিও পর্যন্ত পোস্ট করেছেন নায়িকা। সেখানে তাঁকে দেখা যাচ্ছে এক বান্ধবীর সঙ্গে। ফেসবুকের মুম্বই হেডকোয়ার্টারের ছোট্ট কাফেতে বসে রয়েছেন তাঁরা।
উদ্দেশ্য, একটু বিকেলের চা-পান! কিন্তু, ব্যাপারটা কেবল চা-পানেই থেমে নেই! টেবিলের দিকে তাকিয়ে দেখা যাচ্ছে অন্তত তিন রকমের টুকিটাকি খাবার মজুত রয়েছে সেখানে! সবকটাই হাই ক্যালোরি-যুক্ত! আর, গোগ্রাসে সে সব খেয়ে চলেছেন দীপিকা এবং বান্ধবী!
বোঝো কাণ্ড! তবে, শোরগোলের কারণ শুধুই ওই খাওয়ার বাতিক নয়! সবাই চোখ কপালে তুলে বলছেন একটাই কথা- এত খেয়েও এমন ছিপছিপে ফিগার কী ভাবে ধরে রাখেন নায়িকা!
We are for you, Because of you.
Kolkata Times may be a new hope, but it existence owes a lot to its owner and Editor in Chief Pinaki Das. Its not only a news portal, its our soul. Soon Its Going to be voice of people. Which never compromises in reporting quality and ethics of journalism.
News247 Worldwide is a popular online newsportal and going source for technical and digital content for its influential audience around the globe. You can reach us via email or phone.
+(785) 238-4131
editor@news247.com