হঠাৎই রাস্তা ফুঁড়ে তলিয়ে গেলেন এক চিকিৎসক ও নার্স !

কলকাতা টাইমসঃ
রাস্তায় হেঁটে যাওয়ার সময় হঠাৎ রাস্তা ধসে মাটির নিচে তলিয়ে গেলেন দুই মহিলা। বুধবার দক্ষিণ-পূর্ব তুরস্কের অন্যতম বড় শহর দিয়ারবারিক নামক ওই স্থানে এই ঘটনা ঘটেছে। ঘটনাটির ভিডিও এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য তুলে ধরে সেখানকার সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ফুটপাতে হঠাৎ ধস নামায় এই দুর্ঘটনা ঘটে। ভূমিধসের পুরো ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভিতে।
ভিডিওতে দেখা গেছে, বুধবার ঘড়িতে তখন বিকাল ৪ টে। ফুটপাথ দিয়ে হেঁটে আসছিলেন সুজন কুর্দ নামে একজন চিকিৎসক ও জেলম ডুয়েমার্জ নামে একজন নার্স। হঠাৎই ঘটে সেই ঘটনা। দুর্ঘটনার পরই দ্রুত ওই দুই মহিলাকে উদ্ধারের জন্য এগিয়ে আসেন স্থানীয়রা। তারা ওই দুই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে এই ঘটনার পর সুস্থ রয়েছেন ওই দুই পথচারী।