হঠাৎই লাদাখে চীন সীমান্তে সেনা প্রধান: আতঙ্ক !
কলকাতা টাইমসঃ
আজ বুধবার হঠাৎই লাদাখে চীন সীমান্তে ভারতীয় সেনার অবস্থান খতিয়ে দেখতে হাজির হলেন সেনাপ্রধান এম এম নারাভানে। ভারতীয় সেনা সূত্রে জানানো হয়েছে, এদিন লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বরাবর রেচিন লা পোস্টে গিয়েছিলেন সেনাপ্রধান।
পূর্ব লাদাখে তাপমাত্রা এখন শূন্যের নীচে। এই প্রতিকূল পরিস্থিতিতেও সেখানে এখন ৫০ হাজার ভারতীয় সেনা মোতায়েন রয়েছে বলে জানা যাচ্ছে। একই সংখ্যক সেনা মোতায়েন রেখেছে চীনও। আজ সকাল সাড়ে আট’টা নাগাদ লাদাখ সীমান্তে উপস্থিত হন নারাভান। বিশেষজ্ঞদের ধারণা প্রবল ঠান্ডার মধ্যেও সীমান্ত পাহারায় বাধ্য হওয়া সেনার মনোবল চাঙ্গা করতেই সেনাপ্রধানের এই বিশেষ ভিজিট। একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে কিছুটা রণকৌশল সাজিয়ে নেওয়ার কারণেই এই নারাভানের এই পরিকল্পনা বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।