গুজরাটের এক আশ্রয়কেন্দ্র থেকে হঠাৎই গায়েব ৬০০ গরু ! বাড়ছে রহস্য
নিউজ ডেস্কঃ
গুজরাটের জুনাগড়ে একটি আশ্রয়কেন্দ্র থেকে একসঙ্গে ৬০০ গরু গায়েব হয়ে যাওয়া নিয়ে রহস্য দানা বেঁধেছে। আশ্রম কর্তৃপক্ষের সাফাই, বেশ কিছুদিন ধরে অসুস্থ হয়ে গরুগুলো মারা গেছে। তবে তা মানতে রাজি নন ওই আশ্রয়কেন্দ্রে গরু পাঠানো জুনাগড় নগর কর্তৃপক্ষ। তারা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, প্রমাণ হাজির করতে না পারলে এই ঘটনায় এবার মামলা করা হবে।
জুনাগড় মিউনিসিপ্যালিটির কমিশনার এম কে নন্দানি বলেন, ‘এটা সত্যি, যে গরুগুলো আমরা আশ্রয়কেন্দ্রে পাঠিয়েছিলাম সেগুলোকে পাওয়া যাচ্ছে না। গত বছরে আমরা প্রায় ৭৮৯টি গরু পাঠিয়েছি। গরু গায়েব হওয়া নিয়ে আশ্রম কতৃপক্ষকে একটি নোটিশও পাঠানো হয়েছে। পাশাপাশি সেখানে কত গরু এসেছে এবং কীভাবে, কতগুলো গরু মারা গেছে তার কপি চেয়েছি। অনিয়ম ধরা পড়লে ব্যবস্থা নেওয়া হবে।’