January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular শারীরিক

এবার কী ক্ষতিকর প্রভাবের দিক থেকে ধূমপানের সঙ্গে একি আসনে বসতে চলেছে চিনি!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ 

বার কী ক্ষতিকর প্রভাবের দিক থেকে ধূমপানের সঙ্গে একি আসনে বসতে চলেছে চিনি! অনেকেই মনে করছেন, শর্করা বা সুগারকে নিয়েও হয়তো এরকমই একটা কিছু করতে হবে। সুগার ভরা কোমল পানীয়ের ওপর যে কারণে যথেষ্ট কর আরোপ করা হয়েছে। ব্রিটেনের ইনস্টিটিউট অব পাবলিক পলিসি রিসার্চ নামে একটি গবেষণা প্রতিষ্ঠান বলছে, এই সব পানীয় এবং মিষ্টিকেও সাদা মোড়কে বাজারজাত করা উচিত – যাতে একে কম আকর্ষণীয় দেখায়।

এক রিপোর্টে বলা হয়েছে, অতিরিক্ত মিষ্টিজাতীয় জিনিস খাওয়া কমাতেই এটি  করা দরকার।  ব্রিটেনের জাতীয় ডায়েট অ্যান্ড নিউট্রিশন সার্ভে নামের এক সমীক্ষায় দেখা গেছে, একজন টিনএজারের (মোট ক্যালরির অংশ হিসেবে) যতটুকু সুগার খাওয়া উচিত – প্রকৃতপক্ষে সে তার তিনগুণ বেশি খাচ্ছে। ব্রিটেন সরকার বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করছেন বলে খবর।

Related Posts

Leave a Reply