পাকিস্তানে ভোট চলাকালীন বুথ লক্ষ্য করে আত্মঘাতী হামলা! ৫ পুলিশকর্মী সহ নিহত ৩১
কলকাতা টাইমসঃ
পাকিস্তানের ১১তম সাধারণ নির্বাচন চলাকালিন বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় এক ভোট কেন্দ্রে আত্মঘাতী বোমা বিস্ফোরণে পাঁচ পুলিশ কর্মী সহ ৩১ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।
পাকিস্তানের দ্য এক্সপ্রেস ট্রিবিউনের খবর, বুধবার কোয়েটার ভোসা মান্দি এলাকার একটি ভোটকেন্দ্রে এই হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কোয়েটা সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ঘটনাস্থল ঘিরে ফেলে সেনা। কোয়েটা সিভিল হাসপাতালের মুখপাত্র ওয়াশিম বেগ ২৮ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
হামলার পর হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নাসির-উল-মুলক। টুইটারে এক শোক বার্তায় তিনি এই সমবেদনা জানান। এর পরপরই হতাহতদের প্রতি সমবেদনা জানান রাজনৈতিক দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ -এর প্রেসিডেন্ট শাহবাজ শরীফ।