November 23, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

আত্মহত্যার চিঠির দাম দুই কোটিরও বেশি 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

নিশ শতকের ফরাসি কবি শার্ল বোদলেয়ারের একটি চিঠি নিলামে দুই লাখ ৩৪ হাজার ইউরোতে (প্রায় ২.২৫ কোটি টাকা) বিক্রি হয়েছে।

বোদলেয়ার ওই চিঠিতে আত্মহত্যা করবেন বলে ঘোষণা দিয়েছিলেন। ৩০ জুন, ১৮৪৫ তারিখে প্রেমিকা জেন দুভালকে উদ্দেশ্য করে চিঠিটি লেখেন তিনি।

ওই একই দিন বোদলেয়ার আত্মহত্যার চেষ্টা করেন, কিন্তু বেঁচে যান।

ফরাসি নিলাম ওয়েবসাইট ওসেনাট জানায়, একজন ক্রেতা প্রত্যাশিত দামের চেয়ে তিনগুন দামে চিঠিটি কিনে নিয়েছে।

চিঠিটি বোদলেয়ার তার প্রেমিকাকে উদ্দেশ্য করে লেখেন, ‘এই চিঠি যখন হাতে পাবে ততক্ষণে আমি মরে যাব।’

‘ঘুমিয়ে পড়া আর জেগে ওঠার বোঝা অসহ্য লাগছে তাই আত্মহত্যা করছি,’ চিঠিতে বলেন বোদলেয়ার।

ওই সময় বোদলেয়ার উত্তরাধিকার সুত্রে পাওয়া তার সব সম্পত্তি উড়িয়ে দিয়ে টাকার সমস্যায় ভুগছিলেন। নিজের বুকে ছুরি চালিয়েও কোনও গুরুতর জখম ছাড়াই বেঁচে যান তিনি।

এরপর আরও ২২ বছর বেঁচে ছিলেন তিনি। এই সময়ের মধ্যেই তিনি লেখেন ‘লা ফ্লোর দ্যু মাল’ (বাংলায় ‘ক্লেদজ কুসুম’)। এই বইটির জন্যই অমর হয়ে আছেন ‘আধুনিক সাহিত্যের জনক’ হিসেবে স্বীকৃত বোদলেয়ার।

Related Posts

Leave a Reply