January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

আত্বহত্যার চেষ্টার দাগ এখনো স্পষ্ঠ এই তারকার হাতে, তবুও…

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

থায় কথায় মানুষের যে ডিপ্রেশন বাড়ছে তা কিন্তু সহজে বোঝা যায়। বর্তমানে ফাস্ট লাইফ, টেনশন এনে দিচ্ছে একাকিত্ব, আসছে মানসিক অবসাদ। দুঃখ আর বিলাসিতার মাত্রা নেই। কিন্তু মন খারাপ যেন ক্রমশ জাঁকিয়ে বসছে। হারিয়ে যাচ্ছে সামাজিকতা। একলা হয়ে বাঁচতে চাওয়ার হাত থেকে মুক্তি পেতেই স্বেচ্ছামৃত্যু বেছে নিচ্ছেন অনেকে।

এছাড়া ‘আরও চাই’ মানসিকতা থেকে পিছু হঠছে ধৈর্য। তাই বাবা-মা সাধ্যমতো আবদার মেটাতে না পারলে কিংবা একটু বকাঝকা করলেই আত্মহত্যার পথ বেছে নিচ্ছে এ যুগের ছেলে-মেয়েরা। আর তাদের এই নেগেটিভ চিন্তা ভাবনাকে ঝেড়ে ফেলে এগিয়ে যাওয়ার বিশেষ বার্তা দিয়েছেন কলকাতার হট সেনেসেশন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।

হলুদের হল্কায় মিশে থাকে বেঁচে থাকার আশ্বাস। আর তাই হলুদকে হাতিয়ার করেই সকলকে এগিয়ে আসার কথা বলেছেন অভিনেত্রী স্বস্তিকা। একসময় তিনি নিজেও যে আত্মহত্যা করতে চেয়েছিলেন তা নিজে যেমন বলেছেন, তেমনই হাতের কাটা দাগ দেখাতেও ভোলেননি।

Related Posts

Leave a Reply