November 25, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

সুজাপুরের বিস্ফোরণ সামলাতে হেলিকপ্টারে হাজির ফিরহাদ 

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
মালদহের সুজাপুরে প্লাস্টিকের কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ কারখানার মেশিনে হঠাৎই যান্ত্রিক কারণে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে সঙ্গে সঙ্গে কারখানার ছাদ উড়ে যায়। যেই জায়গায় মেশিনটি ছিল, সেখানে বড় গর্ত তৈরি হয়। এরপরেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। কারখানাটি ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে।
খবর পেয়েই এলাকায় পৌঁছে যান তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। জানা গিয়েছে, কারখানাটিতে ফেলে দেওয়া প্লাস্টিক ব্যবহার করে কাজ করা হত। প্লাস্টিক কাটা হত মেশিন দিয়ে। সেই ধরনের মেশিনেই এদিন বিস্ফোরণ হয় বলে জানা গিয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের। পরে একজনের মৃত্যু হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। আশঙ্কাজনক অবস্থায় এখনও পাঁচজন হাসপাতালে ভর্তি। এঁরা সবাই কারখানার কর্মী বলেও জানিয়েছেন স্থানীয়রা। স্থানীয়রা জানিয়েছেন, এই বিস্ফোরণে কোনও বারুদের গন্ধ তাঁরা পাননি।
খবর পেয়েই ঘটনাস্থলে এসপি, ডিএম খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় কালিয়াচক থানার পুলিশ। পৌঁছে যান মালদহের পুলিশ সুপার অলোক রাজোরিয়া এবং জেলাশাসক রাজর্ষি মিত্র।
এদিকে বিস্ফোরণের খবর পাওয়ার পরেই নবান্নে তৎপরতা শুরু হয়ে যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে হেলিকপ্টারে ঘটনাস্থলে যান ফিরহাদ হাকিম। নবান্ন থেকে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে এবং আহতদের পরিবারকে ৫০ হাজার টাকা করে বৃহস্পতিবারেই দিয়ে দেওয়া হবে। তিনি আরও বলেন, জেলাশাসক এবং পুলিশ সুপার ঘটনাস্থলে গিয়েছেন। তদন্ত করে তাঁদের রিপোর্ট পাঠাতে বলা হয়েছে।

Related Posts

Leave a Reply