February 23, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

৫ কোটি এদের উপহার দিতে চান সুকেশ

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :  

গ সুকেশ চন্দ্রশেখরের নাকি ইচ্ছে, জন্মদিনে ৫ কোটি টাকা দান করবেন। না, না তিনি টাকা তার বান্ধবী জ্যাকলিন বা নোরাকে দিতে চাইছেন না। সুকেশ ঠিক করেছেন তিনি ৫ কোটি টাকা অর্থদান করবেন জেলের কয়েদিদের। 

সূত্র থেকে জানা গিয়েছে, সুকেশ নাকি এই টাকা দিতে চান জেল কয়েদিদের পরিবারকে। কারণ, জেলে বন্দি অনেকেরই পরিবার অর্থকষ্টে ভুগছে। তাঁদের সাহায্যেই হাত বাড়িয়ে দিতে চান সুকেশ। সুকেশ এত টাকা পাবেন কোথা থেকে? তছরুপের টাকা দিয়েই কি অর্থ সাহায্য়?

সুকেশের আইনজীবী অবশ্য বলেছেন, সঠিক পথে উপার্জন করা অর্থ সেই টাকায় দান করে দিতে চান। এটাই হবে তাঁর জন্মদিনের সেরা উপহার। প্রসঙ্গত, ২০০ কোটি টাকা আর্থিক কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত সুকেশের ঠিকানা এখন তিহার জেল। সেখান থেকেই এই চিঠি সে পাঠিয়েছে। যাতে সমস্ত মিডিয়া বন্ধু, আইনজীবীদের টিম এবং শুভানুধ্যায়ীকে হোলির শুভেচ্ছা জানিয়েছে। তারপরই জ্যাকলিনের প্রতি প্রেম জানিয়ে লিখেছেন, “আমার মিষ্টি জ্যাকলিন হ্যাপি হোলি। রঙের উৎসবের এই দিনে আমি কামনা করছি তোমার জীবন থেকে যে রং চলে গিয়েছে তা যেন ১০০ গুন উজ্জ্বল হয়ে ফিরে আসে। এই বছরটা তোমার খুব ভাল কাটুক। আর এটা নিশ্চিত করা আমার দায়িত্ব।”

Related Posts

Leave a Reply