মিডল স্টাম্প নিয়ে তৃণমূলের সৈনিক সুখেন্দু যা লিখলেন…
[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
আর জি কর ইস্যুতে প্রথম থেকেই সরব সাংসদ সুখেন্দুশেখর রায়। মেয়েদের রাতদখলের আগে আর জি কর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে রাতদখলে শামিল হওয়ার কথাও বলেছিলেন। একাধিক ইঙ্গিতপূর্ণ পোস্টও করেছিলেন তিনি। সোমবার রাতে সন্দীপ গ্রেপ্তার হতেই এক্স হ্যান্ডেলে একটি উইকেটের ছবি পোস্ট করেন তিনি। যার মাঝের স্ট্যাম্পটি ভাঙা। সঙ্গে লেখা, ‘মাঝের স্টাম্প তো ভাঙল। এর পর কী?’ এই পোস্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
রবিবারাই মানুষের বিক্ষোভে বাস্তিল দুর্গ পতনের কথা মনে করিয়ে দিয়েছিলেন সুখেন্দুশেখর। লিখেছিলেন, ‘১৭৮৯ সালের জুলাই…। বিক্ষোভকারীরা ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন বাস্তিল দুর্গ। জন্ম হয়েছিল ঐতিহাসিক ফরাসি বিপ্লবের।’ এর পর এদিন উইকেট ছিটকে দেওয়ার ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন তিনি।