January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি রোজনামচা

ফেসবুক,গুগল ও টুইটার এই তিন সংস্থার প্রধানকে সমন !  

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

তথ্য চুরি নিয়ে আমেরিকার এক সংসদীয় প্রতিনিধি কমিটি এবার সমন জারি করলো ফেসবুক,গুগল ও টুইটার এই তিনটি সংস্থার প্রধানের উদ্দেশে। ফেসবুকের মার্ক জুকেরবার্গ, গুগলের সুন্দর পিচাই ও টুইটারের জ্যাক ডরসিকে আগামী ১০ এপ্রিল ওই কমিটির সামনে হাজির হয়ে সাক্ষ্য দিতে বলা হয়েছে। তথ্য সুরক্ষার নীতি ও এর বিভিন্ন দিক সম্পর্কে জানতে চাওয়া হবে তাদের কাছ থেকে। জুকেরবার্গ সেখানে হাজিরা দেবেন বলে জানিয়েছেন।

আমেরিকার কেন্দ্রীয় বাণিজ্য কমিশন-এর দাবি, বিষয়টি খুবই গুরুতর। তথ্য-সুরক্ষার বিষটি নিয়ে তারা তদন্ত শুরু করেছে। তারা দেখবে, ফেসবুক ২০১১ সালে অনুমতির নিয়ম ভেঙেছিল কি না। এছাড়া আরও দেখা হবে ২০১৪ সালে মানুষের তথ্য হাতিয়ে নিতে কেমব্রিজ অ্যানালিটিকাকে কীভাবে সাহায্য করেছিল তারা।

অন্যান্য ভাবেও ব্যক্তি বা নির্দিষ্ট গোষ্ঠীকে নিশানা করা তথা ‘মাইক্রো-টার্গেটিং’-এর কাজে ফেসবুকের মতো সামাজিক মাধ্যমগুলির নিত্য-নতুন ভূমিকার কথা উঠে আসছে। অভিবাসীরা কে কোথায় রয়েছেন, কী করছেন- এ সবের উপরে নজর রাখতে ফেসবুকের সাহায্য নেয় যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক দফতরও। তথ্য-কেলেঙ্কারি সামনে আসায় ১০ দিনে ফেসবুকের আর্থিক ক্ষতির পরিমাণ ৯ হাজার কোটি ডলার। বিষয়টি তদন্ত করবেন বলে আশ্বাস দিয়েছেন মার্ক জুকেরবার্গ।

 

Related Posts

Leave a Reply