গুগলের ৫০০ কোটি টাকার শেয়ারের অফার ফিরিয়ে দিলেন সুন্দর পিচাই !
কলকাতা টাইমসঃ
গুগলের তরফে উপহার হিসেবে দিতে চাওয়া ৫০০ কোটি টাকা, অত্যন্ত বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিলেন গুগলের বর্তমান সিইও সুন্দর পিচাই। বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি বেতনভোগী একজন সিইও এই ভারতীয়।
মার্কিন বিজনেস নিউজ পেপার ব্লুমবার্গ জানাচ্ছে, গত বছর গুগল তাকে বড় অঙ্কের শেয়ার অফার করে। পিচাই বিনয়ের সঙ্গে তা ফিরিয়ে দিয়ে জানান, তিনি ইতোমধ্যেই প্রয়োজনের চেয়ে বেশি অর্থ বেতন পান। সুতরাং, নতুন করে মোটা অঙ্কের শেয়ার তার প্রয়োজন নেই! জানা যাচ্ছে, সেই শেয়ারের মূল্য প্রায় ৫৮ মিলিয়ন ডলার বা প্রায় ৫০০ কোটি টাকা।
প্রসঙ্গত এই বছরের শুরুর দিকে গুগলের বোর্ড মিটিংএ এক মেম্বার প্রশ্ন তোলেন যে, সিলিকন ভ্যালিতে কর্মরত অনেক নিচু তলার কর্মী যেখানে দৈনন্দিন প্রয়োজন মেটাতে হিমশিম খাচ্ছেন, সেখানে সুন্দরম পিচাইকে বিপুল পরিমাণ বেতন দেওয়ার কী যুক্তি আছে? এ বছরের শেষ নাগাদ গুগলের মূল কোম্পানি আলফাবেট সুন্দর পিসাইয়ের পারিশ্রমিক নিয়ে বৈঠকে বসবে।