January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

সুনীল ছেত্রীর ঘোষণায় হতবাক ফুটবল জগৎ 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

কটা যুগের অবসান ঘটতে চলেছে। ভারতীয় ফুটবলের আরও এক সোনালী অধ্যায়ের সমাপ্তি। অবসর নিচ্ছেন সুনীল ছেত্রী। বৃহস্পতিবার একটি ভিডিও বার্তায় অবসরের কথা জানিয়েছেন খোদ সুনীলই। ফুটবল জীবনের শেষ ম্যাচ তিনি খেলবেন কলকাতায়।

আগামী ৬ জুন কলকাতার যুবভারতী স্টেডিয়ামে কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ রয়েছে ভারতের। সেই ম্যাচই সুনীল ছেত্রীর শেষ ম্যাচ হতে চলেছে ভারতীয় নীল জার্সি গায়ে। বৃহস্পতিবারের ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, ”প্রথম যখন দেশের জার্সি গায়ে চাপিয়েছিলাম, তার অনুভূতি অন্যরকম ছিল। যখন প্রথম একাদশে সুযোগ পাই সেই অনুভূতি ছিল অবিশ্বাস্য। ভারতীয় দলে আমার শুরুর দিকের যাত্রা কিছুতেই ভুলতে পারব না।”

২০০৫ সালের জুন মাসে পাকিস্তানের বিরুদ্ধে প্রথমবার দেশের জার্সিতে খেলতে নামেন সুনীল ছেত্রী। সেই শুরু, তারপর একে একে মনে রাখার মতো ম্যাচ উপহার দিয়েছেন তিনি ভারতীয় ফুটবল মহলকে। বাইচুং ভুটিয়ার পর আরও এক লেজেন্ড স্ট্রাইকার পেয়েছিল দেশ। স্টিফেন কন্সট্যান্টাইন থেকে শুরু করে ভারতের বর্তমান কোচ ইগর স্টিমাচ কেউই সুনীল ছাড়া প্রথম একাদশ সাজাতে পারেন না। সেই সুনীলই দেশের হয়ে আর খেলতে নামবেন না, এটা ভারতীয় ফুটবল প্রেমীদের জন্য ভীষণ খারাপ খবর।

Related Posts

Leave a Reply