পর্দায় সুপারহিরো কিন্তু বাস্তবে এদের ভয় জেনে হেঁসে পাগল হবেন
কলকাতা টাইমস :
পর্দায় এরা নিমেষে মাত করেন শত্রুকে। এদের এক হুঙ্কারে বাঘে-গরুতে এক ঘাটে পানি খায়। কিন্তু বাস্তবে এরা কেউই তেমন ‘বাহুবলী’ নয়। কেউ ভয় পান আরশোলাকে, কেউ বা অন্ধকার ঘরে একা শুতেও ভয় পান। দেখে নিন বলিউডের তেমনই কয়েক জন সেলিব্রিটি এবং তাদের অদ্ভুত ফোবিয়া।
শাহরুখ খান: কিং খান সবচেয়ে বেশি ভয় পান ঘোড়াকে। তার ছবিতে ঘোড়া ছোটানোর দৃশ্য খুব একটা দেখা গেছে কি!
আলিয়া ভাট: অন্ধকারকে বেশ ভয় পান, তাই রাতে আলো জ্বেলে ঘুমাতেই পছন্দ করেন আলিয়া।
রণবীর কাপুর: বলিউডের হ্যান্ডসাম রণবীর সবচেয়ে বেশি ভয় পান আরশোলা ও মাকড়শাকে। সেটে কোথাও এদের দেখলেই তিনি একেবারে ‘কুপোকাৎ’।
আনুশকা শর্মা: বাইকে চড়তে তিনি সবচেয়ে ভয় পান।
অর্জুন কাপুর: সবচেয়ে বেশি ভয় পান সিলিং ফ্যানকে। তার বাড়িতে তাই একটাও সিলিং ফ্যান নেই!
ক্যাটরিনা কাইফ: টমেটো নিয়ে রীতিমতো আতঙ্কে ভোগেন ‘আজব প্রেম কি গজব কাহানি’ নায়িকা। ‘জিন্দগি না মিলেগি দোবারা’-র সময় লা তোমাতিনা ফেস্টিভালে টমেটো নিয়ে শুটের সময়ও বেশ ভয়ে থাকতেন তিনি।
সানি লিওন: অন্ধকারকে ভয় পান তিনি। ঘুমনোর সময়ও আলো জ্বালিয়ে রাখতে পছন্দ করেন তাই।
দীপিকা পাড়ুকোন: সাপ নিয়ে রীতিমতো আতঙ্কে ভোগেন এই নায়িকা। কোনও দড়ি দেখলেও মনে হয় সাপ রয়েছে।
অজয় দেবগণ: পরিচ্ছন্নতা নিয়ে এতটাই বেশি খুঁতখুতে তিনি, হাত দিয়ে খাবার খেতে সবচেয়ে বেশি ভয় পান। আর ভয় পান উচ্চতাকে।
সেলিনা জেটলি: খুব অবাক লাগলেও সেলিনা সবচেয়ে বেশি ভয় পান প্রজাপতিকে।
অভিষেক বচ্চন: অভিষেক ফল খেতে ভয় পান। ছোটবেলায় একেবারেই খেতে চাইতেন না ফল।
বিপাশা বসু: নিজের হাসিকেই বঙ্গতনয়া সবচেয়ে বেশি ভয় পান। একবার শুরু হলে তা আর থামতেই চায় না।
বিদ্যা বালান: আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, বিড়ালকে বেশ ভয় পান বিদ্যা। চারপাশে কোথাও বিড়ালের আওয়াজ পেলেই আতঙ্ক শুরু হয় এই দাপুটে অভিনেত্রীর।