ফের নয় রাফায়েল মামলা, সুপ্রিম কোর্টে হার কংগ্রেসরে
কলকাতা টাইমস :
আজ বৃহস্পতিবার রাফায়েল জেট মামলার রিট পিটিশন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই সঙ্গেই বিজেপি তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কোনঠাসা করার যে স্বপ্ন কংগ্রেস জেখছিল তা ভেঙে গেল ফের একবার। র্যাফেল আর্জি খারিজ করে সুপ্রিম কোর্ট কংগ্রেসের বিমানকে আকাশ থেকে সোজা মাটিতে ফেলে দিয়েছে।
সুপ্রিম কোর্ট জানিয়েছে, সকলের এই কথা স্মরণে রাখা উচিত যে সরকারের সঙ্গে ফরাসি সংস্থার চুক্তি রয়েছে। আর এর আগেও বহুবার এফআইআর আর সিবিআই তদন্ত হয়েছে। এটা নতুন তদন্ত নয়।
২০১৬ সালে ২৩শে ডিসেম্বর ফরাসি বিমানসংস্থা ড্যাসল্টের কাছ থেকে ৩৬টি রাফায়েল জেট যুদ্ধবিমান ক্রয় করতে চুক্তি করে মোদি সরকার। প্রায় ৫৯ হাজার কোটি টাকার এই চুক্তি নিয়ে দুর্নীতির অভিযোগ তোলেন বিরোধীরা। এ বিষয়টি স্বচ্ছভাবে তুলে ধরতে সুপ্রিমকোর্টের তত্ত্বাবধানে সিবিআই তদন্তের দাবি জানিয়েছিল কংগ্রেসসহ কয়েকটি বিরোধী দল।
গত বছরের ডিসেম্বরে রাফায়েল জেট সংক্রান্ত মামলা খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। আর বৃহস্পতিবার সেই একই রায় বহাল রাখল প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এস কে কউল, এবং বিচারপতি কে এম জোসেফের বেঞ্চ।