এই শব্দ বলেছেন কি রক্ষে নেই, ভিডিয়ো দেখলেই কড়া সাজা
মাদ্রাজ হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছিল যেখানে ২৮ বছরের এক যুবকের বিরুদ্ধে শিশুদের যৌনতার ভিডিয়ো দেখা ও ডাউনলোড করার অভিযোগ উঠেছিল। গত ১১ জানুয়ারি মাদ্রাজ হাইকোর্টের তরফে বলা হয়েছিল, এই ধরনের ভিডিয়ো দেখা বা ডাউনলোড করা পকসো আইনের অধীনে পড়ে না।
এ দিন শীর্ষ আদালতের তরফে মাদ্রাজ হাইকোর্টের রায়কে খারিজ করে দেওয়া হয়। সুপ্রিম কোর্টের তরফে পর্যবেক্ষণে বলা হয়, “বর্তমান সময়ে পর্নোগ্রাফি দেখার মতো ভয়ঙ্কর সমস্যা নিয়ে লড়ছে শিশুরা। সমাজকে এতটা পরিণত হতে হবে যে শাস্তির বদলে শিক্ষা দেওয়া যায়।”
এ দিনের রায়ে শীর্ষ আদালতের তরফে সাফ জানানো হয়, শিশুদের যৌনতার ভিডিয়ো প্রকাশিত করা এবং শেয়ার করা অপরাধ। এই ধরনের ভিডিয়ো তৈরি ও ডাউনলোড করাও শাস্তিযোগ্য অপরাধ।