মুকেশ আম্বানিকে জোর ধাক্কা সুপ্রিম কোর্টের
কলকাতা টাইমসঃ
মুকেশ আম্বানিকে জোর ধাক্কা সুপ্রিম কোর্টের। ফিউচার গ্রুপের সঙ্গে রিলায়েন্সের চুক্তি নিয়ে অ্যামাজনের করা মামলার ফলেই আম্বানির বিরুদ্ধে নির্দেশ দিলো সর্বোচ্চ আদালত। জানা যাচ্ছে, দেনার দায়ে রিলায়েন্সকে খুচরা ব্যবসা এবং যাবতীয় পরিকাঠামো বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয় ফিউচার গ্রুপ। ২০২০’র আগস্টে ২৪,৭১৩ কোটি টাকার চুক্তি হয়। কিন্তু এই চুক্তির ব্যাপারে বেঁকে বসে ফিউচার গ্রুপের ৪৯ শতাংশ অংশীদার অ্যামাজন।
সেই মামলায় রিলায়েন্স এবং ফিউচার গোষ্ঠীর চুক্তির বিরুদ্ধে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে আদালত। আপাতত ৫ সপ্তাহের জন্য শুনানি স্থগিত রাখার পাশাপাশি ফিউচার গ্রুপকে নিজেদের অবস্থান জানাতে নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনার পর ফিউচার গ্রুপ এবং রিলায়েন্সের শেয়ারের দাম ক্রমশ নিম্নমুখী। জানা যাচ্ছে, এই নির্দেশের বিরুদ্ধে আন্তর্জাতিক আরবিট্রেশন ট্রাইব্যুনালে যেতে পারে ফিউচার গ্রুপ।