November 14, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

অবাক হলেও সত্যি , গান শুনে নাচে যে গাছ!

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 
মানব সমাজে সঙ্গীত কমবেশি সবাই পছন্দ করে। বয়স্ক তো বটেই, অনেক সময় দেখা যায় অবোধ শিশুও সুর-তালের মোহময় ছন্দে ছন্দ মেলাতে চায়। কিছু কিছু পশু-পাখিকেও দেখা যায় সঙ্গীতের প্রভাবে নেচে উঠতে। কিন্তু মাটিতে শিকড় গেড়ে থাকা উদ্ভিদও কি নাচে- সঙ্গীতের সুর-মূর্চ্ছনার তালে তালে? জবাবটা হচ্ছে, হ্যাঁ।

আপনি অবাক হলেও এটাই সত্য। গান বাজলেই থির থির করে কাঁপতে শুরু করে টেলিগ্রাফ নামের এই গাছটি। তখন দেখে মনে হয় নাচছে। গ্রীষ্মপ্রধান এশীয় অঞ্চলে জন্মানো এই উদ্ভিদটি ‘সিনাফোর প্লান্ট’ নামেও পরিচিত। আমরা একে জানি অপরাজিতা নামে।

সঙ্গীতের তালে তাল মিলিয়ে উদ্ভিদের এই নাচের রহস্য এখনো ভেদ করা যায়নি তবে বিজ্ঞানীরা চেষ্টা চালিযে যাচ্ছেন।

জেনে খুশি হবেন যে এই উদ্ভিদ ভারতেও প্রচুর জন্মে। এছাড়াও প্রতিবেশি বাংলাদেশ, চীন, পাকিস্তান, মালয়েশিয়া আর থাইল্যান্ডেও জন্মে।

Related Posts

Leave a Reply