অবাক হলেও সত্যি ! বেতন কমানোর দাবিতে আন্দোলন!
কলকাতা টাইমস :
বেতন বৃদ্ধির দাবিতে বিশ্বের নানা দেশে আন্দোলন হয়, এটাই স্বাভাবিক। কিন্তু কানাডার কুইবেক অঙ্গরাজ্যে ঘটেছে উল্টো ঘটনা। সেখানে সাত শতাধিক চিকিৎসক তাদের বেতন কমানোর দাবি জানিয়েছেন। আর এই দাবিতে একটি পিটিশনে স্বাক্ষর গ্রহণ করছেন তারা।
জানা গেছে, গত মাসে কুইবেকে চিকিৎসকদের বেতন বৃদ্ধি করা হয়। কিন্তু চিকিৎসকরা জানান, বাড়তি বেতন চান না তারা। বাড়তি ওই অর্থ স্বাস্থ্যকর্মী এবং সেবক-সেবিকা নিয়োগে ব্যয় করার দাবি জানিয়েছেন তারা।
কুইবেকে চিকিৎসকদের সংগঠন ‘এমকিউআরপি’ পিটিশনটি করেছে। পিটিশনে বলা হয়েছে, ‘নার্স, ক্লার্কসহ অন্য পেশার লোকেরা অনেক শ্রমসাধ্য কাজ করছে। এইসব পেশাজীবীদের বেতন কম। এ কারণে প্রয়োজনীয় সেবা পাচ্ছেন না রোগীরা। কেবল চিকিৎসকদের বেতন বৃদ্ধি বেদনাদায়ক।’
এমকিউআরপি জানায়, ওই পিটিশনে গত ২৫ ফেব্রুয়ারি থেকে স্বাক্ষর গ্রহণ শুরু হয়। এ পর্যন্ত সাত শতাধিক চিকিৎসক পিটিশনে স্বাক্ষর করেছেন।
প্রসঙ্গত, কানাডার কুইবেক অঙ্গরাজ্যে একজন চিকিৎসক গড়ে বার্ষিক দুই লাখ ৬০ হাজার ডলার বেতন পান।
এদিকে, কিউবেকের স্বাস্থ্যমন্ত্রী বলেন,’চিকিৎসকরা যদি বাড়তি অর্থ না চান তবে আমার কোনো সমস্যা নেই।’ আন্দোলনের পক্ষে চিকিৎসকদের সংখ্যা কম বলে দাবি করেন তিনি।