অবাক করবে সার্ভের ফল, এই দেশের অর্ধেকেরও বেশি জনসংখ্যা ধর্মকে দিয়েছেন জলাঞ্জলি
কলকাতা টাইমসঃ
ভাবা যায় এই দেশের মোট জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষ কোনো ধর্মেই বিশ্বাস করেন না। দেশটির নাম ব্রিটেন। ‘ব্রিটিশ সোশ্যাল অ্যাটিচিউড’ নামের এক সংস্থার করা সার্ভের ফলাফল বলছে ব্রিটেনের প্রায় ৫২ শতাংশ মানুষ ধর্ম পালন করে না।
ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, এক সময় ব্রিটেনে চার্চ অব ইংল্যান্ডকে অনুসরণকারী এমন ব্যক্তিদের অর্ধেকেরও বেশি এখন কোনো ধর্মের অনুসারী নন। চার্চ অব স্কটল্যান্ডের ক্ষেত্রেও এ প্রবণতা দেখা গেছে। মূলত ব্রিটিশ তরুণদের মধ্যে ধর্ম ত্যাগের প্রবণতা বেশি হলেও, সব বয়সের মানুষের মধ্যেই ধর্ম ত্যাগের বিষয়টি বেড়েছে।
সার্ভের ফলাফল বলছে, ১৫ বছর আগে ব্রিটেনবাসীদের মধ্যে যেখানে ৩১ শতাংশ নিজেদের চার্চ অব ইংল্যান্ডের অনুসরণকারী রূপে নিজেদের প্রকাশ করেছিলেন। সেখানে মাত্র ১৪ শতাংশ এখন চার্চ অব ইংল্যান্ডের ফলোয়ার। এ ছাড়া কোনো ধর্মের অনুসারী নন এমন ব্রিটেনবাসীর সংখ্যা ৪১ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৫২ শতাংশে দাঁড়িয়েছে ।