January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

নাইট ক্লাবে সুশান্তকে কষিয়ে এক থাপ্পড় অঙ্কিতার 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

বিত্রা রিস্তার সহ শিল্পী অঙ্কিতা লোখান্ডের সঙ্গে সুশান্ত সিং রাজপুতের ছ’বছরের সম্পর্ক খুব খারাপ ভাবেই শেষ হয়েছিল বলে জানা যায়৷ ২০১৫ সালে নাইট ক্লাবে একটি পার্টিতে গিয়েছিলেন সুশান্ত ও অঙ্কিতা৷ ড্রিঙ্ক করার পর ফ্যানদের সঙ্গে নাচতে শুরু করেন সুশান্ত৷ বারণ করা সত্ত্বেও নাচ বন্ধ না করায় সুশান্তকে সকলের সামনেই থাপ্পড় মারেন অঙ্কিতা৷ এই বিষয়ে অবশ্য সুশান্ত বা অঙ্কিতা দু’জনের মধ্যে কেউ কখনো মুখ খোলেননি।

প্রসঙ্গত, গতকাল রবিবার বান্দ্রায় সুশান্ত সিং রাজপুতের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত মৃতদেহ৷ প্রাথমিক ভাবে জানা যায়, মাস ছয়েক ধরে অবসাদে ভুগছিলেন বলিউডের এই তরুণ শিল্পী। ঘরেই মিলেছে কিছু প্রেসক্রিপশন। সেই সূত্র ধরে সুশান্তের চিকিৎসককেও জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ৷ জানা গেছে, ব্যক্তিগত জীবন এবং ক্যারিয়ার দুই নিয়েই অবসাদে ভুগছিলেন সুশান্ত।

Related Posts

Leave a Reply