আজ সন্ধ্যে ৬ টায় হরিশ সালভাকে ১ টাকা নিতে ডেকেছিলেন সুষমা
কলকাতা টাইমসঃ
মৃত্যুর মাত্র ঘন্টাখানেক আগেই তিনি ফোন করেছিলেন এই সময়কার অন্যতম আলোচিত আইনজীবী হরিশ সালভাকে। কুলভূষণ মামলার জন্য প্রাপ্য পারিশ্রমিক নিয়ে যেতে বলেছিলেন তিনি। আজ বুধবার তাকে বাড়িতে ডেকেছিলেন সদ্য প্রয়াত ভারতের প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। প্রসঙ্গত, আন্তর্জাতিক আদালতে কুলভূষণ মামলা লড়ার জন্য সালভাকে অনুরোধ করেছিলেন সুষমা নিজে।
বিদেশমন্ত্রীর অনুরোধ ফেলতে পারেননি ভারতের এই ব্যস্ততম আইনজীবী। শুধু তাই নয়, মামলার পারিশ্রমিক হিসেবে সুষমার কাছে মাত্র ১ টাকা চেয়েছিলেন সালভে। প্রাক্তন বিদেশমন্ত্রীর মৃত্যুর খবর পেয়ে কার্যতই শোকে ভেঙে পড়েন এই আইনজীবী। সালভে জানান, ‘রাত ৮টা ৫০ মিনিটেও আমি ওনার সঙ্গে কথা বলেছি। আমাকে বলেন আসুন, মামলা জেতার জন্য আপনার প্রাপ্য ১ টাকা দেব। আমি বলি, মূল্যবান পারিশ্রমিক গ্রহণ করতে অবশ্যই যাব। উনি বলেন, আগামীকাল (বুধবার) ৬টার সময় আসুন।’