January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

সীমান্তে সন্দেহজনক পায়রা: রীতিমতন এফআইআর করে জেলে বন্দি করা হলো তাকে !  

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

সীমান্তে সন্দেহজনক পায়রা। রীতিমতন থানায় এফআইআর করে পোড়া হলো জেলে! ভারত পাক সীমান্তে পাঞ্জাবের রোরানওয়ালা সেনাচৌকিতে ঘটা এই ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যাচ্ছে, দিন তিনেক আগে বন্দি করা হয় কবুতরটিকে। পায়রাটির পায়ে সযত্নে লাগিয়ে রাখা একটি চিরকুট আপাতত রহস্যের কেন্দ্রে।

পায়রাটির বর্তমান আস্তানা পাঞ্জাবের এক কারাগার। জানা যাচ্ছে, সেনা ক্যাম্পের সামনে ডিউটি করছিলেন নীরজ কুমার নামে এক সেনা কর্মী। হঠাৎই একটি পায়রা তার কাঁধে এসে বসে। পায়রাটিকে তৎক্ষণাৎ ধরে ফেলে, তল্লাশি করতেই দেখা যায় তার শরীরে আটকানো একটি কাগজে লেখা রয়েছে বিশেষ কিছু নম্বর। চমকে ওঠেন তদন্তকারীরা। কী উদ্যেশ্য নিয়ে ওই চিরকুট রাখা হয়েছে তা খতিয়ে দেখছেন সেনা কর্তারা।

Related Posts

Leave a Reply