January 20, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

১৪ বছরের জন্য কারাভোগ করতে হতে পারে ৭৫ বছরের সু-চিকে

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

৪ বছরের জন্য কারাভোগ করতে হতে পারে মিয়ানমারের ক্ষমতাচ্যুত রাষ্ট্র প্রধান অং সান সু চিকে। প্রসঙ্গত গত ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের মাধ্যমে সু চিকে সরিয়ে দেশের দখল নেয় মিয়ানমার সেনা। সু চির বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের পাশাপাশি ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়েছে। সেদেশের আইন বিশেষজ্ঞরা জানাচ্ছেন, অভিযোগ প্রমাণিত হলে ১৪ বছরের কারাদণ্ড হতে পারে ৭৫ বছর বয়সী সু চির।

গতকাল অর্থাৎ সোমবার রাজধানী নাইপিদোতে গৃহবন্দি সু চির সঙ্গে দেখা করেন তার আইনজীবী খিন মং জাও। তিনি জানান, আগামী ১৪ জুন থেকে তার বিরুদ্ধে জান্তা সরকারের আনা সমস্ত মামলার একই সঙ্গে শুনানি শুরু হবে। জুন মাসের মধ্যেই মামলাটি শেষ করার পরিকল্পনা করা হয়েছে। প্রতি সপ্তাহের সোমবার এবং মঙ্গলবার আদালত এই মামলার শুনানির দিন ধার্য করেছে বলে খবর পাওয়া যাচ্ছে।

Related Posts

Leave a Reply