হল কি সৃজিতের, ‘জয়ার নয় জুতসই স্বস্তিকা’!
কলকাতা টাইমস
চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় দুটি ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশি সুপারস্টার জয়া আহসান। দুটির মধ্যে একটি হচ্ছে ‘রাজকাহিনি’। ১৯৪৭ সালের দেশ ভাগের কাহিনি নিয়ে নির্মিত এ ছবিতে জয়া ছিলেন রুবিনা চরিত্রে। অন্য ছবিটি ‘এক যে ছিল রাজা’। যেটি আসছে পূজায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। একসঙ্গে কাজ করতে গিয়ে জয়া ও সৃজিত পরস্পরের ঘনিষ্ঠ বন্ধুত্ব নিয়ে গুজব ছড়িয়েছে।কথা ছিল, ‘শাহজাহান রিজেন্সি’ ছবির মাধ্যমে তৃতীয়বারের মতো সৃজিতের পরিচালনায় রূপালী পর্দায় হাজির হবেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। কিন্তু এই ছবি থেকে অনেক আগেই নিজেকে সরিয়ে নিয়েছেন নায়িকা। কেননা, ছবিতে চুম্বনসহ বেশ কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্য রয়েছে। এমন চরিত্রে অভিনয় করতে রাজি হননি জয়া। কেননা, এর আগে ‘রাজকাহিনি’ ছবির একটি দৃশ্যকে ঘিরে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে। সৃজিতের ‘শাহজাহান রিজেন্সি’ ছাড়ার কারণ হিসেবে এক বক্তব্যে জয়া জানিয়েছিলেন ‘ছবির পাণ্ডুলিপি পড়ার পর মনে হয়েছে, এখানে অনেক বেশি খোলামেলা দৃশ্য রয়েছে। নিজেকে অনেকটা প্রকাশ করতে হবে। কিন্তু এ এক্ষেত্রে আমার কিছু মেন্টাল ব্লক আছে। চাইলেই সব করতে পারব না। বিষয়টি আমি সৃজিতকে বুঝিয়ে বলেছি। সেও বুঝেছে। আলোচনার মাধ্যমেই ছবি থেকে সরে এসেছি।’
এদিকে, জয়া আহসান না করায় তার স্থলে চূড়ান্ত করা হয় কলকাতার হট সেনসেশন স্বস্তিকা মুখোপাধ্যায়কে। সাহসী দৃশ্যে তার জুড়ি মেলা ভার। সে কথা স্বীকার করেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ও। সম্প্রতি সৃজিত জানান, ‘আমি যখন ‘শাহজাহান রিজেন্সি’র পাণ্ডুলিপি রি-রাইট করছিলাম, দেখলাম এ চরিত্রটির জন্য জয়ার চেয়ে স্বস্তিকাই জুতসই। চরিত্রটি জয়ার সঙ্গে যাচ্ছে না।’
নির্মাতা বলেন, ‘আমি যদি জয়াকে দিয়ে জোর করে চরিত্রটি করাতাম, তাহলে এটা একজন পরিচালক হিসেবে অসততা হতো। যার কারণে চরিত্রটি বদলাতে হয়েছে। জয়ার জায়গায় স্বস্তিকাকে নিতে হয়েছে। এখানে আর কোনো বিষয় নেই। আর জয়া তো আমার সঙ্গে পূজায় আসছেন। ওই সময় আমাদের ‘এক যে ছিল রাজা’ ছবিটি মুক্তি পাবে।’