November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

ভয়াবহ দাবানলের কবলে সুইডেন 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়লো স্ক্যান্ডেনেভিয়ান দেশ সুইডেনে। এটি বিগত ১২ বছরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল। দাবানলে প্রচণ্ড তাপদাহে আর্কটিক সার্কেলের কিছু অংশসহ নরডিক অঞ্চলের বহু বন আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ইতোমধ্যেই দেশটি জরুরি ভিত্তিতে ইউরোপীয় ইউনিয়নের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে।

ধোঁয়া থেকে বাঁচতে স্থানীয়দের দরজা-জানালা বন্ধ করে ঘরের মধ্যে থাকতে বলা হয়েছে। জানা গেছে, অগ্নিনির্বাপণের জন্য দুইটি ইতালিয়ান প্লেন ও নরওয়ে থেকে ছ’টি হেলিকপ্টার সেন্ট্রাল সুইডেনে পাঠানো হয়েছে। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কর্তৃপক্ষ আরও বেশি সাহায্যের জন্য আবেদন জানিয়েছে।

থমাস এন্ডারসন নামে এক উদ্ধারকারী জানিয়েছেন, ১২ বছরের মধ্যে সুইডেনবাসী এমন ভয়াবহ দাবানল দেখেনি। এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। তবে দাবানলের কারণে দেশটির জনগণ খুবই আতঙ্কের মধ্যে রয়েছে।

Related Posts

Leave a Reply