ভারতে যৌন নির্যাতনের আশংকায় নাম প্রত্যাহার করে নিলেন সুইৎজারল্যান্ডের খেলোয়াড়!
কলকাতা টাইমসঃ
ভারতে মহিলা ও শিশুদের ওপর যৌন নির্যাতনের ঘটনা নিয়মিতভাবেই সংবাদ শিরোনামে উঠে আসে। ঠিক এই কারণ দেখিয়েই বিশ্ব যুব স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ থেকে নাম প্রত্যাহার করে নিলেন সুইৎজারল্যান্ডের আমব্রে আলিঙ্কস!
বিশ্ব যুব স্কোয়াশ চ্যাম্পিয়নশিপের আসর বসেছে চেন্নাইয়ে। এখানেই কিছুদিন আগে ১১ বছরের নাবালিকাকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হয়েছে ১৭ জন। আসিফা, গীতার মতো নাবালিকার সঙ্গে হিংসায় স্তম্ভিত হয়ে গিয়েছিল গোটা বিশ্ব। এমনই যৌন-লোলুপ দেশে তাই নিজের মেয়েকে পাঠানোর ঝুঁকি নিতে রাজি নন আমব্রে আলিঙ্কস-এর বাবা-মা।
সুইৎজারল্যান্ডের কোচ পাসকাল ভুরিন বলেছেন, ‘আমব্রে আমাদের স্কোয়াডের এক নম্বর তারকা। তবে ওর বাবা-মা চায়নি বলেই সে আসতে পারল না। বেশ কিছু দিন ধরেই ভারতের ক্রমবর্ধমান যৌন নির্যাতনের কথা খবরের কাগজের মাধ্যমে তারা জানতে পেরেছিল। তাই এই প্রতিযোগিতায় নিজের মেয়েকে পাঠাতে অনিচ্ছা প্রকাশ করেন তারা।’ তবে শুধু সুইৎজারল্যান্ডই নয়, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা ইরানের মতো দেশও ভারতে দল পাঠানোর আগে নিরাপত্তা নিয়ে ব্যাপক বিধিনিষেধ আরোপ করেছে। ইরানের তারকা নিকির বাবা আমির জানিয়েছেন, ‘ভারতের সংস্কৃতি, ভাষা- দুটোই আমাদের অচেনা। তাই মেয়েকে সব সময়ে দলের সঙ্গে থাকতে বলেছি।’
অস্ট্রেলিয়ার অ্যালেক্স হেডেন জানিয়েছেন, ‘বিদেশে খেলতে গেলে সব সময় আমার অভিভাবক সঙ্গে থাকেন। ভারতে আমাদের সঙ্গে সব সময়ে এক জন পুরুষ থাকছেন।’ ভারত এমনই একটা দেশ, যেখানে একদিকে মানুষের জীবনমান আর প্রযুক্তি উন্নতির শীর্ষে চলে যাচ্ছে। অন্যদিকে বহু সংখ্যক মানুষ পড়ে আছে মধ্যযুগীয় অন্ধকারে। স্কোয়াশ তারকা আমব্রের এই ঘটনা ভারত সম্পর্কে নিঃসন্দেহে নেতিবাচক ধারণার জন্ম দেবে।