বাম চোখে টিকটিকি পড়লে শীঘ্রই কোটীপতি, বাকি অঙ্গের লক্ষণ কি
কলকাতা টাইমস :
কোনও কথা বলার সময় পাশে বসে থাকা টিকটিকি টিক টিক করে শব্দ করলে আমরা যে কথাটি চলছে তা সত্য বলে ধরে নিই। মনে করি তাই জন্যই হয়ত টিকটিকি সায় দিচ্ছে। অনেকে আবার অমঙ্গলসূচক শব্দ ভেবে ভয়ও পেয়ে থাকে। এরকম আরও হাজারো বিশ্বাস রয়েছে যা মানুষ যুগে যুগে কোনও কারণ ছাড়াই মানুষ বিশ্বাস করে আসছে। আর তাই নিয়ে সারা বিশ্বে চর্চা অব্যাহত। এর পিছনে বুৎপত্তিগত কারণ কি তা না জেনেই এর উপরে নির্ভরশীল হয়ে পড়ছে শিক্ষিত মানুষ থেকে শুরু করে অল্পশিক্ষিত জনতা।
তবে জানেন কি গায়ে টিকটিকি পড়া কীভাবে আপনার ভাগ্য নির্ধারণ করতে পারে?
মাথায় টিকটিকি পড়লে : মাথায় টিকটিকি পড়লে ভয় পাওয়া স্বাভাবিক। তবে তা ছাড়াও এটাকে খুব একটা ভালো লক্ষণ বলে গণ্য করা হয় না।
ডান চোখে টিকটিকি পড়লে : ডান চোখে টিকটিকি পড়লে খুব তাড়াতাড়ি আপনি কোনও সুখবর পাবেন।
বাম চোখে টিকটিকি পড়লে : বাম চোখে টিকটিকি পড়লে বলা হয়, আপনি খুব ধনী হতে চলেছেন।
ডান হাতে টিকটিকি পড়লে : ডান হাতের কব্জিতে টিকটিকি পড়লে সেটাকে ভালো লক্ষণ বলে ধরা হয় না।
বাম হাতে টিকটিকি পড়লে : বাম হাতে টিকটিকি পড়লে তা খুব লাকি বলে ধরে নেওয়া হয়।
নখে টিকটিকি লাগলে : নখের মধ্যে টিকিটিকি ছুঁয়ে গেলে ধরে নেওয়া হয়, আপনার কিছু একটা হারাতে চলেছেন।
ডান কপালে টিকটিকি পড়লে : ডান কপালে টিকটিকি পড়লে তা ভালো কিছুর সূচনা করে বলে মনে করা হয়।
বাম কপালে টিকটিকি পড়লে : বাম কপালে টিকটিকি পড়লে আপনার করা কাজ সফল হবে বলে ধরে নেওয়া হয়।
ডান কাঁধে টিকটিকি পড়লে : ডান কাঁধে টিকটিকি পড়লে যে কাজ করবেন তাতে আপনার জয় নিশ্চিত।
বাম কাঁধে টিকটিকি পড়লে : বাম কাঁধে টিকটিকি পড়লে জীবনে সুখ শান্তি আসে বলে মনে করা হয়।
ঘাড়ে টিকটিকি পড়লে : ঘাড়ে টিকটিকি পড়লে আপনার শত্রুর সংখ্যা বাড়তে থাকবে।
গা বেয়ে টিকটিকিট উঠলে : গা বেয়ে টিকটিকিট উঠলে আপনার আয়ু বেড়ে যাবে।