January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে খুনের হুমকি দিলো ইসরায়েল!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে খুনের হুমকি দিলো ইসরায়েল। কিছু ছবি প্রকাশ করে ইসরায়েলের সরকারি মন্ত্রক দাবি করে, বাশার আসাদ যেখানে থাকেন সেখানকার ছবি তারা পেয়েছে। এছাড়া সিরিয়ার ট্যাঙ্কবহরের অবস্থানের ছবিও তাদের কাছে রয়েছে বলে দাবি করেছে তেল আবিব।

‘টাইমস অব ইসরায়েল’ জানিয়েছে, ওফেক-১১’ নামের নতুন গোয়েন্দা স্যাটেলাইটের মাধ্যমে তারা এই ছবি সংগ্রহ করেছে। ইসরায়েলি সেনারা এর আগেও বাশার আসাদকে হত্যার হুমকি দিয়েছিল। আমেরিকা ও ইসরায়েলের মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা সিরিয়ায় পরাজিত হওয়ার পর নিজেদের ব্যর্থতা ঢাকতে মাঝে মধ্যেই এই ধরণের ঘোষণা করে ইসরায়েলি কর্তারা।

২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদতে ব্যাপক হরে হিংসা ছড়ানোর ঘটনা ঘটে। ইসরায়েলের বিরুদ্ধে সব সময় সোচ্চার থাকার কারণে প্রতিশোধ হিসেবে বাশার আসাদের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে দীর্ঘ দিন ধরে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে সেখানে হিংসা ছড়িয়ে দেওয়া হয়। ইসরায়েল এখনও সিরিয়ায় তৎপর সন্ত্রাসবাদীদের সর্বাত্মক সহযোগিতা করে চলেছে। সন্ত্রাসবাদীদের হাতে অত্যাধুনিক অস্ত্র তুলে দিয়েও সিরিয়ার সরকার ও জনগণের প্রতিরোধ ভাঙতে পারে নি শত্রুরা।

 

Related Posts

Leave a Reply