বিপুল অস্ত্র সমেত আত্মসমর্পন করলো সিরিয়ার বিদ্রোহীরা
নিউজ ডেস্কঃ
সিরিয়ায় রাজধানী দামেস্কের দক্ষিণে ইয়েলদা, বাবিলা ও বেইত সাহেম শহরের বিদ্রোহীরা সেদেশের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করলো। তবে এই সময় তারা সরকারি বাহিনীর হাতে যে অস্ত্র, গোলাবারুদ, ল্যান্ডমাইন হস্তান্তর করেছেন, তার একটি বড় অংশ ইসরায়েলের তৈরি বলে জানা গেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানাকে উদ্ধৃত করে রাশিয়ার স্পুটনিক সংবাদ সংস্থা এই তথ্য জানিয়েছে।
জানা গেছে, জমা দেওয়া অস্ত্র ও সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে ৬০এম এম, ৮০ এমএম ও ১২০ এমএম মর্টারের গোলা, ১৪.৫ ও ২৩ এমএম পিকেসি মেশিনগান, স্নাইপার রাইফেল, রকেটচালিত গ্রেনেড, নানা রকমের বিস্ফোরক ও ইসরাইলে তৈরি মাইন। জমা দেওয়া এই সব অস্ত্রের বাইরেও সিরিয়ার সেনারা বিভিন্ন সময় সন্ত্রাসীদের আস্তানা ও ডিপো থেকে প্রচুর পরিমাণে ইসরায়েলি অস্ত্র এবং সামরিক সরঞ্জাম উদ্ধার করেছে।