কাছে ঘেঁষলেই ড্রাগনকে যোগ্য জবাব দেবে তাইওয়ান, বলছেন প্রেসিডেন্ট
আলজাজিরার ওই প্রতিবেদনে সাই ইং-ওয়েনকে উদ্ধৃত করে আরো বলা হয়েছে, চীনের যে মনোভাব তা স্বাধীনতা, গণতন্ত্র কিংবা সার্বভৌমত্বকে রক্ষা করে না। জাতীয় দিবসের সমাবেশে আজ রবিবার তিনি চীনের অব্যাহত হুমকির কড়া প্রতিবাদ করে এসব কথা বলেন।
চীনের প্রেসিডেন্ট শি চিনপিং তাইওয়ানকে চীনের সঙ্গে ‘শান্তিপূর্ণ পুনর্মিলন’ করার প্রতিশ্রুতি দেওয়ার একদিন পর রবিবার তাইওয়ানের প্রেসিডেন্টের শক্তিশালী পাল্টা বক্তব্য এলো।
এদিকে শি চিনপিংয়ের অধীনে বেইজিং তাইওয়ানের ওপর তার শাসন মেনে নিতে সামরিক ও রাজনৈতিক চাপ বাড়িয়েছে।
সাই ইং-ওয়েন বলেছেন, তাইওয়ানে উত্তেজনা লাঘবের আশা করেছিলাম। তবে চীন যদি বাড়াবাড়ি অব্যাহত রাখে, তাহলে আমরাও পাল্টা পদক্ষেপ নিতে বাধ্য হব।