অপরাধের স্বর্গরাজ্য : পা রেখেই হাজারে-হাজারে অপরাধী, মাদক কারবারিকে মুক্তি
জানা গেছে, গত কয়েকদিনে ছয়টি শহর দখলে নেওয়ার পর তারা কারাগার থেকে অপরাধীদের ছেড়ে দিয়েছে। কারাগার কর্তৃপক্ষের বরাত দিয়ে টলো নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
কারা বিভাগের প্রধান সাইফুল্লাহ জালালজাই বলেছেন, তাদের মধ্যে বেশিরভাগই ডাকাতি, অপহরণ ও মাদক পাচারের দায়ে কারাগারে ছিল।
কুন্দুজে অন্তত ৬৩০ জনকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের মধ্যে অন্তত ১৩ জন নারী অপরাধী এবং তিনজন ছিল বিদেশি।
জানা গেছে, কারাগার থেকে ছেড়ে দেওয়া বন্দিদের মধ্যে ১৮০ জন তালেবান সদস্য। আফগান সরকার তাদের অনেককেই যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে কারাগারে রেখেছিল।
নিমরোজ প্রদেশের জারানজি শহরে কারাগার থেকে তালেবানরা ছেড়ে দিয়েছে ৩৫০ জন বন্দিকে। তাদের মধ্যে ৪০ জন তালেবানের সদস্য।