খোলা পা-মাথা, ‘সাহসে’ তরুণীকে খুন
ইয়াহু নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, ২১ বছর বয়সী নাজনীন গাড়িতে চড়ে আফগানিস্তানের বালখ জেলায় যাচ্ছিলেন। ওই সময় রাস্তায় তাকে গাড়ি থেকে নামিয়ে ধরে নিয়ে যায় তালেবানরা। তালেবানদের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছেন।
আফগানিস্তানের কিছু অঞ্চল নতুন করে দখল নেওয়ার পর মহিলাদের ওপর দমনমূলক আইন এবং পশ্চাদপদ নীতিগুলো পুনরায় আরোপ করেছে তালেবানরা। এর আগে ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত তারা এ ধরনের খামখেয়ালিপনা দেখিয়েছে।
নারীদের পা থেকে মাথা পর্যন্ত ঢেকে রাখতে বাধ্য করছে তালেবানরা। বাড়ির বাইরে তাদের কাজ বাতিল করেছে। নারীশিক্ষা সীমিত করা এবং নারীরা তাদের বাড়ি থেকে বের হওয়ার সময় একজন পুরুষ আত্মীয়ের সাথে থাকতে হবে।