১১ জন তালিবানি জঙ্গির বিনিময়ে ৩ ভারতীয় পণবন্দিকে মুক্তি দিল তালিবানরা !
কলকাতা টাইমসঃ
১ জন শীর্ষ নেতা সহ ১১ জন তালিবানি জঙ্গির বিনিময়ে ৩ ভারতীয় পণবন্দিকে মুক্তি দিল আফগানিস্তানের তালিবানরা। সূত্রের খবর, গতকাল রবিবার এই বন্দি প্রত্যার্পনের প্রক্রিয়া অত্যন্ত গোপনে সম্পন্ন হয়েছে। তবে ওই ১১ জন তালিবানি জঙ্গিকে করা মুক্তি দিয়েছে তা নিয়ে বিতর্ক রয়েছে। মনে করা হচ্ছে, আফগান প্রশাসন অথবা মার্কিন সেনার মধ্যে কোনো এক পক্ষ তাদের হেফাজতে থাকা তালিবানিদের মুক্তি দেয়।
মুক্তি পাওয়া ১১ জনের মধ্যে একজন শীর্ষ তালিবান জঙ্গি রয়েছে বলে খবর। মুক্তি পাওয়া জঙ্গিরা হলেন শেখ আবদুর রহিম ও মৌলবি আবদুর রশিদ। এদের মধ্যে রশিদ কুনার ও নিমরোজে তালিবানের শীর্ষ নেতা ছিল। তালিবানদের দাবির স্বপক্ষে একটি ছবিও প্রকাশ করেছে তারা। যদিও কলকাতা টাইমসের পক্ষ থেকে ওই ছবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। তবে, আফগানিস্তানের কোন এলাকায় এই প্রত্যর্পণের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তা জানা যায়নি।